৩৬ বছর বয়সে বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো – রিয়ালের কিংবদন্তির বিদায়

- Update Time : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 38
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফট-ব্যাকদের একজন, ব্রাজিলিয়ান তারকা মার্সেলো অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের উজ্জ্বল অধ্যায়
মার্সেলোর ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় কেটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। মাত্র ১৮ বছর বয়সে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর টানা ১৬ মৌসুম ধরে রিয়ালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। অধিনায়ক হিসেবেও পালন করেছেন দায়িত্ব।
ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা
২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দেন মার্সেলো। তবে সেখানে মাত্র এক মৌসুম খেলেই ফিরে যান শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। যদিও ফ্লুমিনেন্সে তার সময় দীর্ঘস্থায়ী হয়নি। কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদের জেরে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি।
অবসরের ঘোষণা
অবশেষে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন মার্সেলো। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, “১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ে। সেখান থেকে আমি আজ এখানে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি একজন সত্যিকারের মাদ্রিদিস্তা। এই ক্লাবে ১৬ মৌসুম কাটিয়ে ২৫টি শিরোপা জিতেছি, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছি, এবং অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছি। সত্যিই, এক অবিশ্বাস্য যাত্রা।”
রিয়াল মাদ্রিদের শ্রদ্ধা
মার্সেলোর অবসরে শ্রদ্ধা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি বলেন, “মার্সেলো শুধুমাত্র রিয়াল মাদ্রিদ নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা সৌভাগ্যবান যে তাকে আমাদের ক্লাবে দীর্ঘদিন পেয়েছি। তিনি আমাদের অন্যতম সেরা কিংবদন্তি, এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি হয়ে থাকবে।”
এক কিংবদন্তির বিদায়
ফুটবল ভক্তদের মনে চিরকাল বেঁচে থাকবেন মার্সেলো। তার চোখধাঁধানো ড্রিবলিং, চমৎকার অ্যাসিস্ট এবং রক্ষণে দুর্দান্ত পারফরম্যান্স তাকে ফুটবলের ইতিহাসে অমর করে রাখবে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল এক কিংবদন্তিকে হারালো, কিন্তু তার স্মরণীয় মুহূর্তগুলো চিরকাল ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমলিন থাকবে।