Dhaka ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম :

ঢাবিতে আজ রক ঝড় তুলবেন নগরবাউল জেমস ও আর্টসেল

  • Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 120

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঁপবে নগরবাউল জেমসের গানে। তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’-এর শেষ দিনে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে এই রক লিজেন্ডের কনসার্ট।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত এ উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারসহ নানাবিধ আয়োজন ছিল। উৎসবটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।

উৎসবের সমাপনী আয়োজনে জেমসের পরিবেশনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, ‘১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারুণ্যের উৎসবে নগরবাউল থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।’

এ বিষয়ে জেমস বলেন, ‘তারুণ্যই আমার শক্তি, তাঁদের জন্যই আমার গান। এই আয়োজনের অংশ হতে পেরে ভালো লাগছে। সবাইকে কনসার্টে আমন্ত্রণ জানাই।’

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পীরা মঞ্চে আসবেন এবং কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। নগরবাউল ছাড়াও মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

সঙ্গীতপ্রেমীরা অপেক্ষায় আছেন এক উন্মাদনাময় সন্ধ্যার জন্য, যেখানে তারুণ্যের উদ্দীপনার সঙ্গে মিশবে রক মিউজিকের ঝড়।

আপনার সোশ্যাল মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Cricket Update

ঢাবিতে আজ রক ঝড় তুলবেন নগরবাউল জেমস ও আর্টসেল

Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঁপবে নগরবাউল জেমসের গানে। তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’-এর শেষ দিনে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে এই রক লিজেন্ডের কনসার্ট।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত এ উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারসহ নানাবিধ আয়োজন ছিল। উৎসবটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।

উৎসবের সমাপনী আয়োজনে জেমসের পরিবেশনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, ‘১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারুণ্যের উৎসবে নগরবাউল থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।’

এ বিষয়ে জেমস বলেন, ‘তারুণ্যই আমার শক্তি, তাঁদের জন্যই আমার গান। এই আয়োজনের অংশ হতে পেরে ভালো লাগছে। সবাইকে কনসার্টে আমন্ত্রণ জানাই।’

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পীরা মঞ্চে আসবেন এবং কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। নগরবাউল ছাড়াও মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

সঙ্গীতপ্রেমীরা অপেক্ষায় আছেন এক উন্মাদনাময় সন্ধ্যার জন্য, যেখানে তারুণ্যের উদ্দীপনার সঙ্গে মিশবে রক মিউজিকের ঝড়।