চিটাগাং কিংসের বিরুদ্ধে ইয়েশা সাগরের গুরুতর অভিযোগ – বিপিএলে নতুন বিতর্ক

- Update Time : ১২:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 27
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগাং কিংস ও তাদের হোস্ট কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। বিপিএলের মাঝপথেই হঠাৎ বাংলাদেশ ছাড়ার পর এবার তিনি ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
পারিশ্রমিক ও ভিসা জটিলতা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইয়েশা সাগর দাবি করেছেন, চিটাগাং কিংস তার পারিশ্রমিক পরিশোধে বিলম্ব করেছে এবং এখনো পুরো অর্থ বুঝিয়ে দেয়নি। তিনি লেখেন, ‘চিটাগাং কিংসের কাছ থেকে আমার পারিশ্রমিক পেতে দেরি হয়েছে, এবং এখনো সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়নি। এছাড়া আমাকে তাদের এক অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না।’
ইয়েশা আরও জানান, তার ভিসার মেয়াদ ১৯ জানুয়ারি শেষ হয়ে গেলেও, ফ্র্যাঞ্চাইজিটি একাধিকবার আশ্বাস দিলেও তা নবায়ন করেনি। তার অভিযোগ, দুই সপ্তাহ ধরে চিটাগাং কিংস তার পাসপোর্ট আটকে রেখেছিল। একাধিকবার ফলোআপের পর অবশেষে তিনি তা ফেরত পান, তবে তখন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
আইনি নোটিশ ও নিরাপত্তাহীনতা
ইয়েশা সাগর অভিযোগ করেন, পাসপোর্ট ফেরত পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি আইনি নোটিশ পান, যা তাকে আরও বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে। এর ফলে তিনি বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেননি এবং কিছু শুভাকাঙ্ক্ষীর পরামর্শে দেশত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি লেখেন, ‘আমি পেশাদারিত্ব এবং স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এসব ঘটনার পর আমি বাংলাদেশে থাকার মতো পরিস্থিতিতে ছিলাম না। তবে বাংলাদেশে কাটানো সময় ও এখানকার ক্রিকেটপ্রেমীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি আবারও ফিরে আসতে চাই।’
চিটাগাং কিংসের পাল্টা ব্যাখ্যা
চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী অবশ্য ইয়েশার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমরা চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু সে চুক্তি লঙ্ঘন করেছে। আমাদের স্পন্সরদের ফটোশুটসহ অন্যান্য কাজ করতে বললে সে তা প্রত্যাখ্যান করে, বরং তার ম্যানেজার অতিরিক্ত টাকা দাবি করেন। এরপর আমরা তাকে আইনি নোটিশ পাঠাই।’
বিপিএলে ইয়েশা সাগরের উত্থান ও বিতর্ক
ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই মডেল-অভিনেত্রী বিপিএলে আসার পর থেকেই আলোচনায় ছিলেন। চিটাগাং কিংসের ম্যাচে তার উপস্থিতি ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল। তার নামে প্ল্যাকার্ডে ভরে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের গ্যালারি। কিন্তু হঠাৎ করেই তার অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়। এবার তার ফেসবুক পোস্ট সেই জল্পনার আগুন আরও উসকে দিল।
বিপিএলের বিতর্ক যেন কিছুতেই থামছে না। ইয়েশা সাগরের অভিযোগের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এখনো চিটাগাং কিংসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।